কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে বিজ্ঞানের এমন একটি বিষয় যেখানে মানুষের চিন্তাকেন্দ্রিক শক্তিকে কম্পিউটার বা ডেক্সটপ দ্বারা পুনরাবৃত্তি করা হয়। একে সংক্ষেপে অনুকৃতিও বলে । কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনকে সুন্দর ও মনোরম করার জন্য অনবরত কাজ করে চলেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য আত্যাবশ্যীয় একটি বিষয় হতে চলেছে । আমারা সবাই প্রতিনিয়ত কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে চলেছি । আমারা এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা অনেক কিছু করতে পারি , এর জন্য কিছু জনপ্রিয় ওয়েবসাইটে বা সফটওয়্যার রয়েছে । তাহলে বন্ধুরা , আজকে আমি আপনাদের সাথে এমন কিছু [ AI Tools ] বা কিছু জনপ্রিয় এআই ওয়েবসাইট শেয়ার করতে চলেছি , যা আপনার জীবনে অনেক কাজে লাগবে । চলুন শুরু করা যাক।
![]() |
[ Best AI Tools ] |
আমরা আগেই জেনেছি যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI হচ্ছে বিজ্ঞানের এমন একটি বিষয় যেখানে মানুষের চিন্তাকেন্দ্রিক শক্তিকে কম্পিউটার ও অন্যান্য জিনিসপত্র দ্বারা পুনরাবৃত্তি করা হয় । একে অনুকৃতিও বলে। এ পদ্ধতিতে মানুষের চিন্তাকেন্দ্রিক শক্তিকে কৃত্রিম উপায়ে কম্পিউটার নির্ভর করে তোলা হয় । কম্পিউটার এর আধুনিক একটি ফাংশন হচ্ছে কগনেটিক টেকনোলজি । যার সাহায্যে কম্পিউটার মানুষের মতো করে ভাবতে পারে। এটাই কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর মূল ভিত্তি । বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা সময়ের সাথে সাথে অনেক বেশি আধুনিক হয়ে উঠেছে । আমারা সকলেই যে এন্ড্রয়েড বা IOS ফোন ব্যবহার করে থাকি সেই সব ফোনে GOOGLE ASSISTANT , SIRI , GOOGLE LENS , GOOGLE DRIVE অনেক প্রকারের ফিচারস রয়েছে । তারও মূল ভিত্তি হচ্ছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI TECHNOLOGY । আমারা এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর নানাবিধ ব্যবহার করে থাকি [ The uses of AI Technology ]
#best ai
বিঃদ্রঃ : ইহা মানবসৃষ্ট একটি প্রযুক্তি , যাহা ভালো কাজের পাশাপাশি অনেক অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হতে পারে।যাহা ব্যবহারে সাবধানতা অবলম্বন করা উচিত।
মানুষ তার চিন্তাশক্তিকে কাজে লাগিয়ে অনেক দূরে পৌঁছে গেছে এই বিশাল বিশ্বব্রহ্মান্ডে মানুষ এমন এক জীব যাকে সৃষ্টিকর্তা তার মেধাশক্তিকে ব্যবহার করার ক্ষমতা দিয়েছে । কোথাও কোথাও মানুষ আবার কত নতুন নতুন জিনিসপত্র আবিষ্কার করেছে যেমন : কম্পিউটার , ডেক্সটপ কিংবা AI টেকনোলজি।
সবই তার অসীম মেধাক্রমের প্রকাশ মাত্র । মানুষ আবার এমন এমন যন্ত্রপাতি আবিষ্কার করছে যা মানুষের মতো করে ভাবার ক্ষমতা রাখে যার পরিচয় আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে পেয়েছি ।
কি এই কৃত্রিম বুদ্ধিমত্তা, কবেই বা আবিষ্কার হলো , কিভাবে এটা গোটা পৃথিবীকে পরিবর্তন করে চলেছে । কখনো কি ভেবে দেখেছেন একবার ? আমারা জানি যে মানুষ পৃথিবীর তথা সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষে আর মানুষের সৃষ্টি বস্তু কি মানুষের জীবনযাত্রাকে পাল্টে দেবে ? তা ক্রমশ প্রকাশ্য এই টেকনোলজি মানুষের চিন্তাকেন্দ্রিক শক্তি দ্বারা সৃষ্টি হয়েছে বলেই এর নাম কৃত্রিম বুদ্ধিমত্তা বা [ Artificial intelligence ]
কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে মানুষের চিন্তাকেন্দ্রিক শক্তির এক বিশেষ প্রয়োগিক ফল , যা মানবসৃষ্ট একটি জনপ্রিয় প্রযুক্তি । কৃত্রিম বুদ্ধিমত্তা এর অনেক ব্যবহার রয়েছে । এর ব্যবহারিক জীবনে প্রয়োগ অনেক । এই বছরটি যেন AI এর যুগ,এ সময়ে আমারা হাতের মুঠোয় অনেক বেশি AI website খুঁজে পাই । এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI website দ্বারা অনেক কিছু করতে পারি । আমাদের দৈনন্দিন জীবনে এর ব্যবহার করতে পারি।আমরা যদি একটু বুদ্ধিমত্তাকে কাজে লাগাই , তাহলে দেখতে পাব এই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সৃষ্টি ওয়েবসাইট এর অনেক ব্যবহার রয়েছে । যেমন ধরুন আপনি কোন কিছু সম্পর্কে তথ্য খুঁজছেন , খুঁজতে খুঁজতে ক্লান্ত , এই সময়ে আপনার যে জিনিসটি সবচেয়ে বেশি কাজে লাগবে তা হলো [ AI writing Tools ] বা লেখালেখি করার সফটওয়্যার । কি ? অবাক হচ্ছেন যে AI আবার কিভাবে লিখবে ,না অবাক হবেন না , হ্যা AI Tools পারে আপনার এই সমস্যার সমাধান করতে , AI চাইলে আপনাকে যেকোনো ধরনের তথ্য খুঁজে বের করে দিতে পারে ।
#best ai tools for content writing
বর্তমানে ইন্টারনেটে অনেক প্রকারের এ আই লেখালেখি করার টুলস আছে ।
এই তো গেল লেখালেখি বা কোন কিছু সম্পর্কে তথ্য খুঁজে বের করার টুলস , আরে আসুন এখনো অনেক কিছু বাকি আছে । ধরূন আপনার ফেসবুক বা ইনস্টাগ্রাম এ ফটো দিতে হবে , যেহেতু আপনি খুব স্টাইলিশ,এখন আপনার কাছে কোন ভালো ফটো নেই, তার জন্য কিছু চিন্তা করার দরকার নেই কারণ এর জন্য রয়েছে [ Best AI Tools for Photo editing ] আপনি এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর মাধ্যমেই সাধারণ ছেড়া ফাঁটা ফটোকে নতুনের মতো করে তুলতে পারেন । এর ফলে আপনার ছবি পাবে HD quality এর সাথে থাকছে Brither Look । কি ? আপনি এই ধরনের AI ওয়েবসাইট খুঁজছেন ? আমি দিচ্ছি এর খোঁজ , তার জন্য অবশ্যই আমাদের ব্লগকে ফলো করতে হবে । আপনি চাইলে এখানে ক্লিক করে আমাদের ব্লগকে ফলো করতে পারন । ------>
Please Follow USএরকম কিছু জনপ্রিয় সফটওয়্যার আছে যা আপনি সহজেই গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন । ১. Remini
২. Glow Enhance [ Best ]
৩. Photo Resizer
৪. Photo Enhancer
৫. Canva Tools
#best ai tools for photo editing
এগুলো দ্বারা আপনি খুব সহজেই আপনার পুরাতন ফটোকে নতুনের মতো করে তুলতে পারেন । আবার জেনে নিই AI Tools এর আরো কাছু ব্যবহার সম্পর্কে , আমরা সবাই বিভিন্ন সোশাল মিডিয়া অ্যপলিকেশন ব্যবহার করে থাকি যেমন : ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এরা সবাই তাদের সফটওয়্যার এর রক্ষনাবেক্ষনের জন্য বিভিন্নভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার বা AI টেকনোলজির ব্যবহার করে থাকে।
মনে করুন ,আপনি একজন শিক্ষার্থী , আপনার হঠাৎ কোন কিছুর সম্পর্কে তথ্য প্রয়োজন হলো আপনার জন্য কি কোন AI Tools নেই, হতাশ হয়ে পড়বেন না আপনার জন্য আছে Best AI Tools for Students এখানে আপনি আপনার ইচ্ছে অনুযায়ী কোন টপিকসের বিস্তারিত তথ্য জানতে পারবেন । আপনি চাইলে এসব তথ্য লিখেও নিতে পারেন । এরকম ওয়েবসাইটে বা AI Tools আপনার দারুন কাজে আসবে , এসকল টুলসকে এমনভাবে ডিসাইন করা হয়েছে যাতে Students দের ব্যবহার করতে কোন প্রকারের অসুবিধা না হয় । আপনি চাইলে এর মাধ্যমে Maths এর Equation করে নিতে পারেন আবার অন্যান্য কাজের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন ।
#best ai tools for Students
এরকম একটি বেস্ট ওয়েবসাইটে এর নাম হলো ChatGpt । নামটা হয়তো আপনারা খুব সম্ভবত শুনে থাকবেন , আবার best AI Tools like ChatGpt হলো Spinbot এর মাধ্যমে আপনি আপনার পছন্দের জিনিস সম্পর্কে খুব সহজেই জানতে পারবেন । এসকল ওয়েবসাইটে আজকাল খুবই জনপ্রিয় । তাই বলা যায় যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI Technology এর ব্যবহার অনেক । That is not describable in words । আজ আর নয় চলুন পরের ধাপে যাই । জেনে নিই জনপ্রিয় কিছু AI Tools এর নাম ।
্![]() |
[ জনপ্রিয় কিছু AI Tools এর নাম ] |
AI Tools যার সাথে আমারা আগেই পরিচিত হয়েছি। এরা সেইসকলল AI Tools যার সাহায্যে আপনি আপনার পছন্দের কিছু কাজকর্ম এর সাহায্যে করে নিতে পারেন । AI আপনাকে নিখুঁত ও আনন্দময় অভিজ্ঞতার সম্মুখীন করবে । চলুন শুরু করা যাক ।।
#best ai tools for content writing
আমারা সকলেই কন্টেন্ট লিখতে পছন্দ করি , এর জন্য ও রয়েছে [ best ai tools for content writing ] । ব্লগিং ও অন্যান্য লেখালেখির জন্য কন্টেন্ট খুব গুরুত্বপূর্ণ আর লেখালেখি করার জন্য সবচেয়ে ভালো Content writing tools হচ্ছে Jasper AI ,এতে আপনি সহজেই কোন কিছু সম্পর্কে তথ্য খুঁজে বের করতে পারবেন । নিচে বিস্তারিত .....
জনপ্রিয় একটি লেখালেখি করার সফটওয়্যার হচ্ছে Jasper AI । এটা তৈরি করা হয়েছে কন্টেন্ট তৈরি করার জন্য । এর মাধ্যমে আপনি সহজেই যেকোন কিছু সম্পর্কে তথ্য খুঁজে বের করতে পারবেন । প্রথমে আপনাকে এই AI Tools এ আপনি যে সম্পর্কে তথ্য খুঁজছেন তা প্রকাশ করতে হবে । তারপর এই AI Content writing tools আপনাকে তা সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে দিবে ।
লেখালেখি করার জন্য সবচেয়ে বড় এবং সর্বাপেক্ষা জনপ্রিয় একটি লেখালেখি বা Content writing tools হচ্ছে ChatGpt।চ্যাটজিপিটি নামটা হয়তো আপনারা শুনে থাকবেন । এটা প্রায় ডিসেম্বর মাসের কথা । যখন চ্যাটজিপিটী লঞ্চ হলো এক সপ্তাহের মধ্যে এর ব্যবহারকারীর সংখ্যা হয়ে গেল প্রায় এক মিলিয়নের কাছাকাছি । তাহলে ভাবুন একবার এটা কতটা জনপ্রিয় । আপনি চাইলে এতে কোন টপিক সম্পর্কে বললে তা আপনাকে খুব নিখুঁতভাবে এর বিস্তারিত বলে দিবে । এটা আপনি খুব সহজেই গুগলে সার্চ দিয়ে পেয়ে যাবেন।।
কপি AI একটি জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন লেখালেখি করার সফটওয়্যার । এর মাধ্যমে আপনি সহজেই কোন কিছু সম্পর্কে তথ্য খুঁজে বের করতে পারবেন যা সবচেয়ে বড় একটা সুযোগ। এতে রয়েছে প্রচুর পরিমাণে সুযোগ সুবিধা যা আপনার জীবনে অনেক কাজে লাগবে । কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI content writing tools এর নাম বললে Coppy AI এর নাম শীর্ষ স্থানেই আসবে । যা অধিক জনপ্রিয় একটি AI Tools । এর খোঁজ আপনি চাইলে গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন ।।
Write Sonic একটি জনপ্রিয় লেখালেখি করার ওয়েবসাইট । যা সম্পর্কে কিছু কথা বলতেই হয় । ইহা একটি জনপ্রিয় মাধ্যম যেখান থেকে আপনি সহজেই কোন কিছু সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারবেন । তথ্য বিশ্লেষণ করতে পারবেন এবং এই সংগৃহীত তথ্য অনেকের মাঝে ছড়িয়ে দিতে পারেন । এটাও আপনি সহজেই গুগলে সার্চ দিয়ে পেয়ে যাবেন । ধন্যবাদ ।
এই তো গেল লেখালেখি করার সফটওয়্যার এখন আমারা জানব কিভাবে AI দ্বারা ফটোগ্রাফি করা যায় । এখন আমি আপনাদের সাথে শেয়ার করব
ফটোগ্রাফি যা আমাদের নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে । আমরা সবাই একটু আকটু ফটোগ্রাফি করে থাকি । ফেসবুক এর ফটো হোক বা ইনস্টাগ্রাম এর প্রেফাইলের ফটো হোক ফটো আমাদের প্রয়জনীয় একটি বতু , তার জন্য চাই HD quality ফটো , আমারা যারা Low hand device ব্যবহার করি তাদের জন্য HD quality ফটো একটি সপ্নের মতো , কারন তাদের ফোন দিয়ে ভালো কোয়ালিটির ভিডিও করা বা ফটো তোলা সম্ভব না । আজকে আমি আপনাদের সাথে এমন কিছু জনপ্রিয় Best quality AI photography Tools শেয়ার করব যা দ্বারা আপনার নরমাল ফটোকে High hand device দ্বারা তোলা ছবির মত করতে পারবেন । চলুন শুরু করা যাক
#best ai tools for photography and photo editing
ফটোকে পুরোনো থেকে নতুন অথবা সাদা কালো থেকে রঙিন কিংবা অস্পস্ট থেকে একদম নতুনের মতো এই Glow Enhance AI photography Tools এর কোন তুলনা নেই । এটা জনপ্রিয় একটি AI photography Tools । এটি আপনি Play store এ খুব সহজেই পেয়ে যাবেন । আপনি চাইলে এখানে Premium membership Parchace বা ক্রয় করতে পারবেন অথবা আপনি বিজ্ঞাপন দেখে টোকেন সংগ্রহ করতে পারবেন । এই টোকেনগুলো দিয়ে এই অ্যপ এর বিভিন্ন ফিচারস ব্যবহার করতে পারবেন যেমন :- AI Resizer , AI Enhance
AI photography Tools এর সবচেয়ে ভালো একটা সফটওয়্যার হচ্ছে এই Glow Enhance ।।
Remini হচ্ছে Glow Enhance এর এক সম্ভাব্য পরিপূরক এর মাধ্যমে আপনি ফটো রিসাইজ করতে পারবেন । যা এই সফটওয়্যার এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য , যাকে App এর ভাষায় AI রিসাইজ বলা হতে পারে।।
গত বছরটি ছিল চ্যালেঞ্জের কারন সেই বছর জনপ্রিয় ডিসাইনিং কম্পানি Canva লঞ্চ করল নানা প্রকারের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন AI Photo Editing Tools . এর মাধ্যমে আপনি আপনার পছন্দের ফটোকে নানা প্রকারের AI Tools দ্বারা সজ্জিত করতে পারবেন । Canva একটি জনপ্রিয় ফটো ডিসাইনিং টুলস ।।
আশা করি আপনাদের সবার ভালো লেগেছে । যদি এরকম নিত্য নতুন টেকনোলজি রিলেটেড পোস্ট চান তাহলে এক্ষুনি ফলো করুন । ধন্যবাদ ।।
Thanks for your Cute Visit ।।
Comments