sayeed

কিভাবে চ্যাটজিপিটি প্লাস ছাড়া জিপিটি-4 ব্যবহার করবেন।জিপিটি-4 ফ্রিতে ব্যবহার করার উপায় সমূহ।

হেলো বন্ধুরা আপনাদের স্বাগতম, এখানে আমরা হয়তো সকলেই  হয়তো  চ্যাটজিপিটি  ব্যবহার করেছি কিন্তু চ্যাটজিপিটি প্লাস ও জিপিটি -৪ ব্যবহার করতে পারি নি। তাই আজকে আমি আপনাদের সাথে ফ্রীতে জিপিটি - ৪ ব্যবহার করার উপায় সম্পর্কে সম্পূর্ণ  বিস্তারিতভাবে বলব। চলুন শুরু করা যাক ।


ফ্রিতে জিপিটি-৪ ব্যবহার করার উপায়
[ ফ্রিতে জিপিটি-৪ ব্যবহার করার উপায় ]


চ্যাটজিপিটি নামটা হয়তো আপনারা খুব সম্ভবত শুনে থাকবেন। হ্যা, আমি সেই চ্যাটজিপিটির কথা বলছি যা ডিসেম্বরের শেষের দিকে লঞ্চ হয়েছিল । আপনারা ইতিমধ্যে হয়তো এও জেনে থাকবেন যে এই চ্যাটজিপিটি তার একটি আপডেটেড ভার্সন লঞ্চ করেছে তার নাম হচ্ছে জিপিটি - 4 [ GPT - 4 ] । যা চ্যাটজিপিটি এর তুলনায় অনেক গুন বেশি ফাস্ট এবং সুরক্ষিত । কিন্তু এই চ্যাটজিপিটি এর নতুন ভার্সন জিপিটি - ৪ কে ব্যবহার করতে হলে চ্যাটজিপিটি প্লাস বা প্রিমিয়াম কিনতে হতো। যা অনেকের পক্ষেই সম্ভব নয়। চিন্তা করার কোন প্রয়োজন নেই। তাই আজকে আমি আপনাদের সাথে এমন কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করবো যার সাহায্যে আপনি খুব সহজেই চ্যাটজিপিটি প্লাস ছাড়া জিপিটি ৪ কে ব্যবহার করতে পারেন।


আজকের পরিচিত •

• চ্যাটজিপিটি প্লাস কি ?

• জিপিটি -৪ কি ?

 জিপিটি - ৪ ফ্রিতে ব্যবহারের  উপায়




চ্যাটজিপিটি প্লাস কি ?


চ্যাটজিপিটি, যা সর্বাপেক্ষা জনপ্রিয় একটি AI টুলস । যা আপনারা হয়তো ইতিমধ্যেই ব্যবহার করে থাকবেন। এই জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন টুলসটি লঞ্চ হ‌ওয়ার প্রায় ৫ দিনের মধ্যেই এর ব্যবহারকারী সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল প্রায় ১ মিলিয়ন বা ১০ লক্ষের কাছাকাছি। বর্তমানে এটি ব্যবহারে কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে, অবাক করার মতো বিষয় তো এই যে এর মাধ্যমে আপনি অনেক গুরুত্বপূর্ণ কাজ করিয়ে নিতে পারেন, যেমন ধরুন কোডিং অথবা কোন কিছু সম্পর্কে নির্ভুল তথ্য খুঁজে বের করে দেওয়া সবেতেই এর জুড়ি মেলা ভার। চ্যাটজিপিটি ওপেন AI নামক একটি কোম্পানির অন্তর্ভুক্ত। বর্তমানে এটি মাইক্রোসফট এর সাথে কাজ করছে।

এই তো গেল চ্যাটজিপিটি এর কথা এবার আসুন চ্যাটজিপিটি প্লাস এর ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। আপনি হয়তো ভাবছেন যে এই চ্যাটজিপিটি প্লাস টা আবার কি ? চ্যাটজিপিটি প্লাস হচ্ছে এই চ্যাটজিপিটির একটি আপডেটেড ভার্সন। এটা সবার জন্য উন্মুক্ত নহে , এটা শুধু প্রিমিয়াম একাউন্ট যুক্ত ব্যাক্তিরা ব্যবহার করতে পারেন আর প্রিমিয়াম ইউজার হতে হলে আপনাদেরকে তাদের পেমেন্ট করতে হবে। এর মাধ্যমে আপনি চ্যাটজিপিটি এর করা কাজগুলো চ্যাটজিপিটি প্লাস এ আরো বিস্তারিতভাবে ও উদ্দিপনার সাথে করতে পারবেন। এতে আপনি পেয়ে যাবেন বেশ কিছু নতুন নতুন ফিচারস । এই প্রিমিয়াম টুলসসটি ব্যবহার করলে হয়তো আপনারা ২৪/৭ কাস্টমার সার্ভিস ও পাবেন। এই ধরনের কাজগুলো করার জন্য চ্যাটজিপিটি প্লাস এর অনেক গুরুত্ব রয়েছে ।


জিপিটি - ৪ কি ?


চ্যাটজিপিটি  এর  আপডেটেড অথবা  পেইড ভার্শন‌ই  হচ্ছে জিপিটি‌- ৪ । এর সক্ষমতা দেখে থাকলে আপনি অবাক হয়ে যাবেন। এর কিছু অন্যতম কাজগুলো হলো দলিল প‌এ লেখালেখি করা বা কোডিং সম্পাদনা করা হবুহ ছবির অনুলিপি তুলে ধরা ছবি দেখে সম্পূর্ণ স্কেস করা। এটি পূর্ববর্তী চ্যাটজিপি থেকে অনেক গুন বেশি আধুনিক । অনুমান করা হচ্ছে যে এটি চারদিকে এক আলোরন ফেলে দিবে। জিপিটি ৪ চ্যাটজিপিটি এর তুলনায় অনেক গুন বেশি জনপ্রিয় একটি AI Tools


জিপিটি - ৪ ফ্রিতে ব্যবহারের উপায়।


জিপিটি - ৪ যা চ্যাটজিপিটি এর আপডেটেড অথবা পেইড ভার্সন । চ্যাটজিপিটি, চ্যাটজিপিটি প্লাস ও জিপিটি-৪ সম্পর্কে আমরা আগেই সবকিছু জেনেছি । এখন আমি আপনাদেরকে বলব চ্যাটজিপিটি প্লাস ছাড়া জিপিটি-4 কে ব্যবহার করার নিয়ম । জিপিটি -৪ ফ্রিতে ব্যবহারের জন্য কিছু কৌশল রয়েছে। চ্যাটজিপিটি প্লাস কে ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই তাদের পেমেন্ট করতে হবে , যদি আপনি চ্যাটজিপিটি প্লাস কে ব্যবহার না করেন তাহলে জিপিটি - ৪ কে ব্যবহার করা অসম্ভব। কিছু এমন ট্রিকস রয়েছে যা দিয়ে আপনি খুব সহজেই চ্যাটজিপিটি প্লাস ছাড়া জিপিটি-4 কে অ্যাক্সেস করতে পারবেন । আমরা আপনাদের সাথে ফ্রীতে চ্যাটজিপিটি প্লাস ছাড়া জিপিটি-4 কে ব্যবহার করার ২ টি মাধ্যম শেয়ার করব । প্রথম ধাপে আমার জিপিটি - ৪  কে  ব্যবহার করব  মাইক্রোসফট  বিংগ [ Bing ] দ্বারা। আমরা সবাই জানি যে বর্তমান সময়ে মাইক্রোসফট তাদের বিংগ এ AI এর ব্যবহার করছে। Google bard AI is also best 


ফ্রিতে জিপিটি-৪ ব্যবহার করার উপায় without ChatGpt Plus
 [ ফ্রিতে জিপিটি-৪ ব্যবহার করার উপায় ]


• প্রথম ধাপে আমারা যেকোনো একটি ব্রাওসারে যাব। আমি এখানে Chrome browser ব্যবহার করছি। তারপর সার্চ বক্সে লিখুন bing.com/new - ছবির মত করে।

ফ্রিতে জিপিটি-৪ ব্যবহার করার উপায়

•‌ এখন আপনার সামনে এমন একটি ইন্টারফেস সো করবে সেখানে আপনি একটি একাউন্ট খুলে ফেলবেন । ছবি দেখে হয়তো ইতিমধ্যেই বুঝতে পেরেছেন । Sign in এ ক্লিক করুন।

ফ্রিতে জিপিটি-৪ ব্যবহার করার উপায় without ChatGpt Plus

তারপর আপনার ফোনে এমন একটি ইন্টারফেস সো করবে । এখানে আপনি শুধু একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন। তার জন্য create one এ ক্লিক করুন।



অ্যাকাউন্ট খুলো শেষ হয়েছে। এখন আপনার সামনে Start Chatting নামে একটি অপশন সো করবে। ব্যাস আপনি এখান থেকে বের হয়ে আসুন।


• অ্যাকাউন্ট খুলো শেষ হয়েছে। এখন আপনার সামনে Start Chatting নামে একটি অপশন সো করবে। চ্যাট নাউ এ ক্লিক করুন।

ফ্রিতে জিপিটি-৪ ব্যবহার করার উপায়


• তারপর আপনার সামনে এমন একটি ইন্টারফেস সো   করবে। আপনি চাইলে সেখান থেকে বেরিয়ে আসতে   পারেন।


ফ্রিতে জিপিটি-৪ ব্যবহার করার উপায়


• তারপর আপনি সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং লিখে সার্চ করুন Microsoft Edge লিখে। অ্যাপটি ডাউনলোড করুন এবং চালু করুন 


ফ্রিতে জিপিটি-৪ ব্যবহার করার উপায়


 • এখন আপনার পূর্বে খেলা ঐ মাইক্রোসফট   অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করুন। তবে অবশ্যই আগের   খেলা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে।

ফ্রিতে জিপিটি-৪ ব্যবহার করার উপায়

 • তারপর ছবিতে দেখানো মতো Chat Bing এ ক্লিক   করুন । তবে অবশ্যই তার পাশে থাকা Three Line   এ ক্লিক করে ডেক্সটপ মুড অন করে নিবেন ।

ফ্রিতে জিপিটি-৪ ব্যবহার করার উপায়


 • এখন আপনার সামনে এমন একটি ইন্টারফেস সো   করবে । আপনি এখন প্রস্তুত এখানে চ্যাটবট এর সাথে কথা বলার জন্য। এখানে রয়েছে ৩ টি মুড Creative Balanced and Precise এই ৩ টি ভিন্ন ভিন্ন ফিচার রয়েছে । এখানে সবচেয়ে বেশী ব্যবহার করা হয় মোর ক্রিয়েটিভ । এখন আপনি ফ্রীতে চ্যাটজিপিটি প্লাস ছাড়া জিপিটি-4 কে ব্যবহার করতে পারেন ।


ফ্রিতে জিপিটি-৪ ব্যবহার করার উপায়


 •  এখানে আমরা কিছুক্ষণ এই জিপিটি - ৪ এর সাথে কথা বলেছি। সত্যিই তার অভিজ্ঞতা ছিল দারুন।
বন্ধুরা আপনাদের হয়তো এই ফ্রিতে জিপিটি-৪ ব্যবহার করার বিষয়টি দারুন লাগেছে। আপনাদের যদি এরকম নিত্য নতুন নতুন ফিচারস সম্পর্কে পোস্ট চান তাহলে এক্ষুনি ফলো করুন। দয়া করে আমাদের সাপোর্ট করুন। আপনাদের সাহায্য আমাদের একান্ত কাম্য।  

Comments

sayeed

Popular Posts